আর এস খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন কিন্তু কীভাবে করতে হয় জানেন না? অনলাইনে আর এস খতিয়ানের তথ্য যাচাই করার পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।
সার্ভে খতিয়ানের বিভিন্ন ধরনের মাঝে আর এস খতিয়ান একটি। ভূমি মন্ত্রণালয়ের পর্চা সেবা ওয়েবসাইট ভিজিট করে এই খতিয়ানের তথ্য যাচাই করতে পারবেন। এজন্য একটি স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে।
কীভাবে ঘরে বসে অনলাইনে আর এস খতিয়ান চেক করতে হয় বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
আর এস খতিয়ান অনুসন্ধান
আর এস খতিয়ান অনুসন্ধান করতে ভিজিট করুন dlrms.land.gov.bd ওয়েবসাইট। এখানে, আপনার বিভাগ সিলেক্ট করুন। জেলা – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। খতিয়ানের ধরন ঘর থেকে আর এস খতিয়ান সিলেক্ট করুন। মৌজা সিলেক্ট করুন বা জেএল নং লিখে সিলেক্ট করুন।
অতঃপর, খতিয়ান নং লিখে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। কিংবা, খতিয়ানের তালিকা ঘর থেকেও সংশ্লিষ্ট খতিয়ানটি খুঁজে বের করতে পারবেন। তবে, খতিয়ান নং মনে না থাকলে বা তালিকা থেকে খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। জমির দাগ নং বা মালিকের নাম লিখে সার্চ করুন।
এভাবে খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার খতিয়ানের বিস্তারিত তথ্য পপআপ আকারে দেখতে পারবেন। আরও বিস্তারিত পদ্ধতি ছবিসহ নিচে আলোচনা করা হয়েছে।
আর এস খতিয়ান চেক করার নিয়ম
পূর্বে www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান করতে eporcha.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হতো। তবে, এখন সেটি নতুন ওয়েব অ্যাড্রেসে ট্রান্সফার করে নেয়া হয়েছে। তাই, খতিয়ান যাচাই করতে নতুন ওয়েবসাইট ভিজিট করতে হবে। বিস্তারিত পদ্ধতি নিম্নরূপ —
ধাপ ১ — ওয়েবসাইট ভিজিট
আর এস খতিয়ানের তথ্য যাচাই করতে ভিজিট করুন dlrms.land.gov.bd ওয়েবসাইট। এছাড়া, land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করেও এই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।
ধাপ ২ — তথ্য পূরণ
ওয়েবসাইট ভিজিট করার পর সার্ভে খতিয়ান সিলেক্ট করা থাকবে। এই অবস্থাতেই সার্ভে খতিয়ানের তথ্য সিলেক্ট করতে হবে। এজন্য, আপনার জমির ঠিকানা – বিভাগ-জেলা-উপজেলার নাম সিলেক্ট করুন। খতিয়ানের ধরন থেকে আর এস সিলেক্ট করুন এবং মৌজা সিলেক্ট করুন।

খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন। অথবা, খতিয়ানের তালিকা থেকে মালিকের নাম খুঁজে বের করতে পারবেন। খতিয়ান নং জানা না থাকলে বা তালিকা থেকে খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। এরপর, জমির দাগ নং বা মালিকের নাম লিখেও সার্চ করতে পারবেন।
ধাপ ৩ — খতিয়ান চেক
খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করতে হবে। তাহলে পপআপ আকারে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে, জমির মালিকের নাম, জমির মোট পরিমাণ, দাগ নং, খতিয়ান নং সহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

খতিয়ানের সংশোধন আবেদন কিংবা খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করার জন্য আবেদন করতে পারবেন এখানে থেকেই। খতিয়ান আবেদন করার পদ্ধতি নিচে আলোচনা করা হয়েছে।
আর এস খতিয়ান আবেদন করার নিয়ম
আর এস খতিয়ান যাচাই করার পর খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে চাইলে খতিয়ানের জন্য আবেদন করতে হয়। আবেদন করার জন্য খতিয়ান চেক করতে হবে। উপরে ইতোমধ্যে খতিয়ান চেক করার নিয়ম দেখানো হয়েছে। চাইলে নিম্নোক্ত পদ্ধতিটিও অনুসরণ করতে পারেন।
- ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট বা কপি করে ব্রাউজারে পেস্ট করে এন্টার করুন।
- আপনার বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন।
- খতিয়ানের ধরণ থেকে আর এস সিলেক্ট করুন এবং মৌজা সিলেক্ট করুন।
- খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা তালিকা থেকে খতিয়ান খুঁজে সিলেক্ট করুন।
- এছাড়া, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং বা মালিকের নাম লিখেও খতিয়ান খুঁজতে পারবেন।
খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করতে হবে। এরপর, ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করতে হবে। তারপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করতে হবে। এখানে, খতিয়ানের অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি নিতে চান সেটি সিলেক্ট করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করে চেকআউট করুন বাটনে ক্লিক করতে হবে।

চেকআউট করুন বাটনে ক্লিক করার পর land.gov.bd ওয়েবসাইট নিয়ে যাবে। এখানে একটি একাউন্ট নিবন্ধন করুন বা পূর্বে একাউন্ট থাকলে লগইন করুন। অতঃপর, আপনার ভোটার আইডি কার্ডের তথ্য দিয়ে ফরম পূরণ করুন এবং খতিয়ান আবেদনের ফি পেমেন্ট করুন।
বিকাশ/নগদ/রকেট/উপায় কিংবা ব্যাংক একাউন্ট বা কার্ড দিয়ে ফি পেমেন্ট করতে পারবেন। ফি পেমেন্ট করার পর আবেদনের একটি কপি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর সেটি প্রিন্ট করে নিতে হবে। আবেদনের কপিতে থাকা তারিখে উক্ত আবেদনের কপিটি সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় যেতে হবে।
সেখানে, আবেদনের কপিটি জমা দিয়ে আর এস খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির আর এস খতিয়ান চেক করতে পারবেন এবং খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।
শেষ কথা
আর এস খতিয়ান অনলাইনে অনুসন্ধান করার পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে। এছাড়া, খতিয়ান অনুসন্ধান করার পর কীভাবে খতিয়ান সংগ্রহ করার জন্য আবেদন করতে হয় সেটিও দেখানো হয়েছে। যেকোনো প্রশ্ন থাকলে নিচের FAQ সেকশন দেখুন বা কমেন্ট করুন।
FAQ
আর এস খতিয়ান চেক করার ওয়েবসাইট কোনটি?
আর এস খতিয়ান চেক করতে ভিজিট করুন dlrms.land.gov.bd ওয়েবসাইট। ঠিকানা সিলেক্ট করে খতিয়ান যাচাই করতে পারবেন।
আর এস খতিয়ান আবেদন ফি কত টাকা?
অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি, সেটির উপর ভিত্তি করে ফি এর পরিমাণ কমবেশি হবে।
আর এস খতিয়ান আবেদনের কতদিন পর পাওয়া যায়?
খতিয়ান আবেদনের ৭ দিন থেকে ১৫ দিনের মাঝে খতিয়ানের কপি পাওয়া যায়। এজন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করতে হবে।




