Eporcha Check – ই পর্চা ও খতিয়ান অনুসন্ধান

Eporcha Gov BD
ভূমি সেবা
  • অনলাইনে জমির দলিল চেক
  • খাস জমি রেকর্ড করার নিয়ম
  • নামজারি করতে কত টাকা লাগে
  • দানপত্র দলিল বাতিল করার নিয়ম

Eporcha Check হচ্ছে খতিয়ান অনুসন্ধান এবং ভূমি সেবা সংক্রান্ত ব্লগ ওয়েবসাইট।
এখানে কোনো প্রকার সরকারি সেবা পাওয়া যায়না।

ভূমি সংক্রান্ত সহায়তার জন্য

কল করুন

১৬১২২

✉️ অভিযোগ/প্রতিকার ব্যবস্থার জন্য
grs@cabinet.gov.bd

সর্বশেষ পোস্টসমূহ

E Porcha Check হলো একটি ব্যক্তি মালিকানাধীন ব্লগ ওয়েবসাইট। এখানে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান, ই পর্চা চেক করার নিয়ম, খতিয়ানের তথ্য যাচাই করার পদ্ধতি এবং খতিয়ান আবেদন করার পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। এটি কোনো সরকারি ওয়েবসাইট নয় বা সরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয়।

ই পর্চা চেক ওয়েবসাইটে খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি জানতে পারবেন। নামজারি খতিয়ান এবং সার্ভে খতিয়ান যাচাই করার পদ্ধতি জানতে পারবেন। সার্ভে খতিয়ানের মাঝে আর এস খতিয়ান, এস এ খতিয়ান, বি এস খতিয়ান, সি এস খতিয়ান, বি আর এস খতিয়ান ইত্যাদি অনলাইনে যাচাই করার নিয়ম জানতে পারবেন।

খতিয়ান ছাড়াও বিভিন্ন ধরনের ভূমি সেবা সংক্রান্ত সমস্যার সমাধান জানতে পারবেন এখানে। ভূমি সেবা সম্পর্কিত সকল আপডেট প্রকাশ করা হয় এখানে। মৌজা ম্যাপ অনুসন্ধান করার নিয়ম এবং মৌজা ম্যাপ ডাউনলোড করার নিয়ম শেয়ার করা হয়েছে এখানে। নামজারি খতিয়ান আবেদন করার পদ্ধতি এবং নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করার পদ্ধতিও জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে।

ই পর্চা খতিয়ান এবং ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ওয়েবসাইট ভিজিট করতে গুগলে E Porcha Check.com লিখে সার্চ করুন বা ব্রাউজারের অ্যাড্রেস বারে eporchacheck.com লিখে এন্টার করুন। তাহলে আমাদের ওয়েবসাইটের সকল পোস্ট দেখতে পারবেন।

ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে চাইলে ভিজিট করতে হবে dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চান নাকি সার্ভে খতিয়ান, সেটি সিলেক্ট করুন। অতঃপর, বিভাগ-জেলা-উপজেলা/থানা সিলেক্ট করুন। খতিয়ানের ধরণ সিলেক্ট করুন এবং মৌজা ও খতিয়ান সিলেক্ট করে অনুসন্ধান করুন।

ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে mutation.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, স্ক্রোল করে নিচের দিকে এসে ড্রপ-ডাউন মেনু থেকে বিভাগের নাম সিলেক্ট করতে হবে এবং ফাঁকা ঘরে আবেদন আইডি নং লিখে সার্চ করতে হবে।

সার্ভে খতিয়ানের মাঝে আর এস, বি এস, বি আর এস, সি এস, এস এ ইত্যাদি খতিয়ান আছে। এগুলো অনুসন্ধান করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, বিভাগ-জেলা-উপজেলা/থানা সিলেক্ট করুন। খতিয়ানের ধরণ ঘরে খতিয়ান সিলেক্ট করুন। মৌজা সিলেক্ট করুন এবং খতিয়ান নং লিখে সার্চ করে ডাবল ক্লিক করুন।

পূর্বে পর্চা সেবার জন্য eporcha.gov.bd ওয়েবসাইট ব্যবহার করা হলেও বর্তমানে সেটি নতুন ওয়েবসাইটে মুভ করে নেয়া হয়েছে। বর্তমানে dlrms.land.gov.bd ওয়েবসাইট থেকে পর্চা সেবা পাওয়া যাবে।


ই নামজারি যাচাই

ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে ভিজিট করুন mutation.land.gov.bd ওয়েবসাইট। এরপর, স্ক্রোল করে নিচের দিকে এসে ড্রপ-ডাউন মেনু থেকে বিভাগ সিলেক্ট করুন। পাশের ফাঁকা ঘরে আবেদন আইডি নং লিখুন। অতঃপর, চেক বাটনে ক্লিক করে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

ই নামজারি আবেদনের জন্য যারা আবেদন করেছেন কিন্তু আবেদনটি কোন পর্যায়ে আছে জানেন না, তাদের জন্য এই পদ্ধতি। এটি অনুসরণ করে ঘরে বসেই আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আবেদন অনুমোদন হয়েছে কিনা জানতে পারবেন। মূলত যারা জমির মালিকানা পরিবর্তন করার জন্য আবেদন করেন, তারাই এই পদ্ধতিতে স্ট্যাটাস চেক করতে পারবেন।

ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করার পদ্ধতি নিয়ে ছবিসহ বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে একটি পোস্টে। নিচের বাটনে ক্লিক করে উক্ত পোস্টটি ভিজিট করে সম্পূর্ণ তথ্য জেনে নিতে পারবেন।


নামজারি খতিয়ান অনুসন্ধান

নামজারি খতিয়ান যাচাই করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করুন। বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। মৌজা সিলেক্ট করুন এবং খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন। অথবা, খতিয়ানের তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করে ডাবল ক্লিক করুন।

এছাড়া, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং বা জমির মালিকের নাম লিখেও খতিয়ান খুঁজে বের করতে পারবেন। খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করতে হবে। তাহলে পপআপ আকারে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে, জমির মোট পরিমাণ, দাগ নং, খতিয়ান নং, মালিকের নাম ইত্যাদি দেখতে পারবেন।

নামজারি খতিয়ান অনলাইনে অনুসন্ধান করার বিস্তারিত পদ্ধতি ছবিসহ আমাদের ওয়েবসাইটে একটি পোস্টে আলোচনা করা হয়েছে। নিচের বাটনে ক্লিক করে পোস্টটি পড়তে পারবেন।


আর এস খতিয়ান অনুসন্ধান

আর এস খতিয়ান হলো সার্ভে খতিয়ানের একটি ধরণ। আর এস খতিয়ান যাচাই করতে ভিজিট করতে হবে dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। খতিয়ান ধরণ থেকে আর এস সিলেক্ট করুন। এরপর মৌজা সিলেক্ট করুন এবং খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন।

অথবা, খতিয়ানের তালিকা থেকেও খতিয়ান খুঁজে বের করতে পারবেন। খতিয়ান নং জানা না থাকলে এবং তালিকা থেকে খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং বা মালিকের নাম লিখেও খুঁজতে পারবেন। খুঁজে পেলে ডাবল ক্লিক করতে হবে। তাহলে পপআপ আকারে সকল তথ্য দেখতে পারবেন।

জমির মালিকের নাম, জমির মোট পরিমাণ, দাগ নং এবং ঠিকানা সহ বিস্তারিত জানতে আর এস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন এই পদ্ধতিতে। এই পদ্ধতিটি আরও বিস্তারিত ছবিসহ একটি পোস্টে আলোচনা করা হয়েছে। নিচের বাটনটিতে ক্লিক করে পোস্টটি পড়তে পারবেন।


মৌজা ম্যাপ অনুসন্ধান

মৌজা ম্যাপ অনুসন্ধান করতে এবং মৌজা ম্যাপ ডাউনলোড করার জন্য আবেদন করতে ভিজিট করুন dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, মৌজা ম্যাপ সেকশনে ক্লিক করুন। বিভাগ – জেলা – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। সার্ভে টাইপ ঘরে সঠিক অপশনটি সিলেক্ট করুন এবং মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে সিলেক্ট করুন।

এরপর, সীট নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা তালিকা থেকে খুঁজে ডাবল ক্লিক করুন। তাহলে আপনার চাহিত মৌজার ম্যাপের একটি প্রিভিউ দেখতে পারবেন পপআপ আকারে। এখানে আবেদন বাটনে ক্লিক করে ম্যাপটির সার্টিফাইড কপি বা অনলাইন কপি সংগ্রহ করার জন্য আবেদন করতে পারবেন।

আবেদন করার পদ্ধতি ছবিসহ আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের ওয়েবসাইটের একটি পোস্টে। নিচের বাটনে ক্লিক করে পোস্টটি পড়তে পারবেন।


সচরাচর জিজ্ঞাসা

পুনরায় রেজিস্ট্রেশন করার দরকার নেই। পাসওয়ার্ড ভুলে গেলে, “পাসওয়ার্ড ভুলে গেছেন?” লেখায় ক্লিক করুন। আপনার ফোনে একটি কোড (OTP) যাবে, যা দিয়ে আপনি সহজেই নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন।

ভূমি সেবা পেতে হটলাইন নম্বর ১৬১২২-এ যোগাযোগ করুন।

একাউন্ট রেজিস্ট্রেশন করার পর প্রোফাইলের সব প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট জমা দিলেই আপনার প্রোফাইল ১০০% সম্পূর্ণ হবে।

না, এর কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি আপনার সুবিধামতো যেকোনো সময় একাউন্ট তৈরি এবং প্রোফাইল সম্পূর্ণ করতে পারবেন।

এখানে জমির নামজারি, খাজনা প্রদান, জমি লিজের আবেদন এবং জমির ম্যাপ ও নকশা তোলার মতো সব ধরনের সেবা পাওয়া যায়।

eporcha
eporcha gov bd
পরিকল্পনা ও বাস্তবায়নে
অ্যাপ ডাউনলোড করুন
dlrms land gov bd
সামাজিক যোগাযোগ
land gov bd